রাঙ্গামাটির নানিয়ার চর সাবেক্ষ্যাং ইউনিয়নের মধ্য আদম গ্রামের বিজগ যুব স্পোর্টিং ক্লাব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনের জন্য পরিদর্শন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০শে ডিসেম্বর (শনিবার) সকাল ১১. টা সময়ে মধ্য আদম গ্রামের বিজগ যুব স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় এসোসিয়েশনে সাধারণ সম্পাদক রিপন জ্যোতি চাকমার সঞ্চলনায় এবং বিজগ যুব স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক শান্তি জীবন চাকমার সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক্ষ্যাং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা।
বিশেষ অতিথি উপস্থিত হিসেবে ছিলেন মোঃ আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মোঃ আজিজুল ইসলাম, কৃষি সম্প্রচারন কর্মকর্তা, মোঃ হারুন মিয়া, কৃষি সম্প্রচারন অধিদপ্তর কর্মকর্তা,জুবাইদুর রহমান ভাষানি, প্রধান তথ্যবিদ (হতিকালচার),মোঃ আসাদুজ্জামান খান মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী ,নানিয়ার চর উপজেলা এসোসিয়েশন যুব ক্লাবের সভাপতি বিভায়ন চাকমা, সাধারন সম্পাদক রিপন জ্যোতি চাকমা, বিভিন্ন সরকারি নিবন্ধিত ক্লাবের সদস্য, বিজগ যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা কমিটি এবং সদস্যরা এলাকায় গন্যমান্য ব্যাক্তিসহ গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, ছাত্র সমাজ ও যুব সমাজকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের ছোট ছোট এই ক্লাব গুলো আছে বলেই আমাদের যুবসমাজ গ্রামের সুখ- শান্তি, শান্তি-শৃংখলা দেশের সমাজের প্রাণশক্তি, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অদম্য শক্তি, গঠনমূলক কাজে চ্যালেঞ্জর মোকাবিলা করতে পারে। নিজেদের জীবন, ও সত্যের পক্ষে লড়াই এবং সমাজকে কলুষিত হতে না দেই। আপনারা মাদক, জুয়া,ক্রেজিটাইমকে না' বলুন অপকর্ম থেকে মুখ ফিরিয়ে নিন। প্রতিটি ইতিবাচক কাজ, প্রতিটি গঠনমূলক পদক্ষেপ আমাদের সমাজকে আলোকিত করবে। আসুন, আমরা সবাই মিলে একটি দায়িত্বশীল, সুশৃঙ্খল ও উন্নত যুবসমাজ গড়ে তুলি গ্রামের সমাজকে উন্নয়নের শিখরে পৌঁছে দিই। রাষ্ট্র, পরিবার ও সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টায় যুবকদের দক্ষ, খেলা-ধুলা,পাশা-পাশি, দেশপ্রেমিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গরে তুলতে পারি—যা আমাদের সার্ফ চ্যাম্পিয়ন রুপনা, ঋতু পুর্ণা,মনিকা দেখিয়ে দিলেন। এরা আমাদের দেশ ও জাতির প্রকৃত সম্পদ।