ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি কে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মাদারগঞ্জে এনসিপি নেতারা অবস্থান কর্মসূচী পালন করেছে।
শুক্রবার সকাল ১০ টায় থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী মাদারগঞ্জের বালিজুড়ী বাজার চৌ রাস্তার মোড়ে প্লেকার্ড, জাতীয় পতাকা ও হাতে লাঠি নিয়ে অবস্থান নেয় কয়েকজন ছাত্র-জনতা।
দালালি না রাজপথ- রাজপথ রাজপথ। আপোস না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম । লীগ ধর - জেলে ভর ইত্যাদি স্লোগান দেয়া হয় এই অবস্থান কর্মসূচী থেকে।
এনসিপি'র ছাত্র সংগঠনের নেতা রকি রায়হান বলেন, প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের ভাই শরিফ ওসমান হাদী কে গত শুক্রবার আওয়ামী সন্ত্রাসীদের ক্যাডাররা প্রকাশ্যে গুলি করে তাকে আহত করে। গত কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গতকাল (বৃহস্পতিবার) ইহকাল ত্যাগ করেছেন। আজকের এই অবস্থান কর্মসূচী থেকে বলতে চাই হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ আর ঘরে ফিরবে না। এই ছাত্র-জনতা রাজপথ চিনেছে রক্ত দিতে শিখেছে। এক হাদীর রক্ত থেকে লক্ষ হাদী জন্ম নিবে ইনশাআল্লাহ।
এ সময় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা মাহবুব রহমান, রকি রায়হান, আরিফ, মোখলেছ, আরহাম ও রকি রায়হান উপস্থিত ছিলেন। দুপুর পর অবস্থান কর্মসূচী চলমান থাকার কথা থাকলেও পরে স্থগিত করে তারা।