
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা হলেন—মাদারগঞ্জ শহর কৃষকলীগের সদস্য মোশাররফ হোসেন (৪৭) এবং মাদারগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু (৫০)।
জানা যায়, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদানকারী এই দুই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
এ বিষয়ে জানা গেছে, যোগদানকৃত দুই নেতা ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক চাপ ও পরিস্থিতির কারণে ২০১৮ সালে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। দীর্ঘদিন পর পুনরায় বিএনপিতে ফিরে আসায় তাদের ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে’ উল্লেখ করে স্বাগত জানান উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল।
এদিকে দুই কৃষকলীগ নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন