জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৭) নামে একজন মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার এক কলা বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের সুজাউদ্দৌলার মেয়ে।
নিহতের ভাই লিটন মিয়া জানান, গতকাল সোমবার রাত থেকে আমার প্রতিবন্ধী বোন বেবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার দুপুরের দিকে একটি কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই আমার বোনের পরনে কাপড় ছিল না। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তিনি আরও জানান, তার কোন শত্রু ছিল না। কিন্তু কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। এ সময় সে হাতেনাতে ধরা পড়ে এবং পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণ করা যায়, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ওই নারীকে কিছুদিন আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একজন আসামী কারাগারে আছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে।