জামালপুরের ইসলামপুর উপজেলার ৭নং পাথর্শী ইউনিয়ন পরিষদে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম (পুষ্টি কমিটি ) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে পাথর্শী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাথর্শী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম ।
কৃষি সম্প্রসারণ গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইম) এর আয়োজনে, সভায় বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের প্রকল্প কর্মকর্তা নীহার কুমার প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ , পাথর্শী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা জাহান, সাংবাদিক মোঃ এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ , জামালপুর উন্নয়ন সংঘের এফও সখিনা পারভীন, শিক্ষক হারুন অর রশিদ, হেল্থ সহকারী মতিউর রহমান, পাথর্শী ইউনিয়ন পরিষদের সদস্য নাছিমা আক্তার, প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তন বিষয়ক ও খাদ্যের পুষ্টির গুনগুন নিয়ে বিশদ আলোচনা করেন।