
জামালপুরে মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন – মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শুভ, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজম খান,মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনটি আমাদের গৌরবের দিন। লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিন। ১৯৭১ সালে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা পরিকল্পত ভাবে এদেশের চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদের হত্যা করে এই দেশটা মেধা শুন্য করতে চেয়েছিল। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন