জুলাই যোদ্ধা, স্বতন্ত্র এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও গত ৫ নভেম্বর/২৫ ইং তারিখে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ কে গণসংযোগ কালে প্রার্থীদের উপর গুলিবর্ষণ ও হামলা জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।
এ সময় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, মাদারগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লাহ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের অন্যতম সদস্য আল আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সদস্য জাকির সরকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিজয়, জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ও ফারুক, চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়া, কড়ইচড়া ইউনিয়ন যুবদলের নেতা মিজান মোল্লা, বালিজুড়ী ইউনিয়ন তাতীঁদলের সাধারণ সম্পাদক হাবিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।