জামালপুরের মেলান্দহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ উপজেলা বিএনপি, মেলান্দহ ও হাজরাবাড়ি পৌর বিএনপি'র আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সৈয়দ রাশেদুজ্জামান অপু, এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দলমতের ঊর্ধ্বে গোটা দেশবাসী মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন ও তার জন্য দোয়া করছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দেশবাসীর দোয়া কবুল করবেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক আলেম উলামা মাশায়েখগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মেলান্দহ ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।