মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তফসিল ঘোষণার ভাষণসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, তফসিল ঘোষণার ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। আগামীকাল দুপুরে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।
নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা নির্বাচনী প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে দিল।
