
জামালপুরের মেলান্দহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
৯ডিসেম্বর সকাল বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করে তোলে।
এসময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, দুর্নীতি, হয়রানি, সেবাবঞ্চনার বিষয় এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। ইউএনও এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় মেলান্দহ প্রেসক্লাব,মেলান্দহ উপজেলা প্রেসক্লাব, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউএনও সাংবাদিকদের সাথে সমন্বিতভাবে কাজ করে একটি জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন