জামালপুরের মাদারগঞ্জে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার বিএনপির দলীয় কার্যালয়ে আপষহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর- ২০২৫ শুক্রবার সন্ধা ৭ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ১ নং চরপাকেরদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি বাংলা বাজার শাখার আয়োজনে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে ও মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ চাঁনের সঞ্চালনায় উপজেলা ওলামা দলের সহ সভাপতি মাওলানা রাশেদ মোশারফের দোয়া পরিচালনায় আপষহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব লাবু মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি কাউসার চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ইল্লে, ইউনিয়ন বিএনপির সদস্য মীর মুছা , ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা খলিল প্রামাণিক, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বদিউল আলম বেলাল।
এ সময় ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল, আসাদ প্রামানিক, বিল্লাল, কৃষক নেতা আলহাজ্ব চাঁন মিয়া, ফকির আলী, রফিকুল মোল্লা, যুবদল নেতা আঃ রাজ্জাক, মাহমুদজ্জামান, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর মোল্লা, সবুজ মিয়া, মােহমুদ আলী, জুয়েল আহমেদ, আঃ রশিদ শেখ, লিমন মিয়া, জিয়াউর রহমান ও রঞ্জু মিয়া সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভি ডি ও সংযুক্তঃ