পারিবারিক জমি রেজিস্ট্রি নিয়ে বোন জামাই পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার ও বোনের করা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাশেদুল ইসলাম।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে "প্রেসক্লাব জামালপুর" এ সংবাদ সম্মেলন করেন শহরের কাচারীপাড়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম।
লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম তিনি জানান,'এ বছরের ২৬ অক্টোবর তার বাবা হারুন অর রশিদ স্ব-শরীরে জামালপুর সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে সিংহজানী মৌজায় পারিবারিক বসত-বাড়ির ২২ শতাংশ জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। এর আগেই তার ছোট বোন মনিরা আক্তারের নামে ১০ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয়েছিল।
রাশেদুল ইসলাম অভিযোগ করেন,'জমি রেজিস্ট্রি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় ও সরকারি খরচে সম্পন্ন হলেও বোন ও বোন জামাই মিথ্যা অভিযোগ করছেন ঘুষের মাধ্যমে এবং বাবাকে উপস্থিত না রেখেই রেজিস্ট্রি হয়েছে। বাস্তবে আমার বাবা নিজে উপস্থিত থেকে জমি রেজিস্ট্রি করেছেন।'
মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে আমাকে হয়রানি করছেন।
পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার বলেন,'এইটা তাদের ভাই-বোনের বিষয়। মামলার বাদী তার বোন । আমার এখানে কিছু নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কৌশলে রাশেদুল ইসলাম তার বাবার কাছে থেকে প্রতারণা করে ২২ শতাংশ জমি লেখে নিয়েছে।