"দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে, আয়োজনের অংশ হিসেবে একটি রেলিও করেন তাঁরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্নেহাশীষ রায়, সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, হাঁস খামারী আব্দুল্লাহ আল মাসুদ, ডেইরি খামারী শামীমা খাতুন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, আমাদের উপজেলার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারি, কৃষক ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ, উন্নত জাতের প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই প্রদর্শনী আমাদের খামারিদের সাফল্য, উদ্ভাবনী উদ্যোগ এবং অভিজ্ঞতা আদান–প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি আরো বলেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও দূর এগিয়ে যাবে। উপজেলা প্রশাসন সবসময় খামারিদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের আয়োজন আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে, আরো উন্নত, টেকসই ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে।
আলোচনা সভা শেষে, অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাঁড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, কবুতর, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা।
প্রদর্শনীতে প্রায় ৩০টির মতো স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস।
প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক,খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।