বিএনপি দল থেকে আমাকে চূড়ান্ত নমিনেশন দিলে জামালপুর-৩ আসনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেবো প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু এ কথা বলেন ।
তিনি বলেন গত ২৫ তারিখে আমি যখন ঢাকা থেকে মাদারগঞ্জে আসি ৩ হাজারের ও অধিক কর্মীসমর্থক মোটরসাইকেল বহর নিয়ে আমাকে রিসিভ করে নিয়ে আসে। মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ আমাকে আদর করে ভালোবাসে স্নেহ করে। আগামী নির্বাচনে দল যদি আমাকে চূড়ান্ত নমিনেশন দেয় 'আর আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন এই মেলান্দহ-মাদারগঞ্জে কোন চাঁদাবাজি সন্ত্রাসীর জায়গা হবে না।
মেলান্দহ-মাদারগঞ্জে উন্নয়ন হবে আমি কথা দিচ্ছি এবং আমি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে শান্তিতে থাকার ব্যবস্থা করবো। আজকে মেলান্দহ মাদারগঞ্জে অন্যায় ভাবে মানুষদের গ্রেফতার করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যায়ভাবে সাধারণ নিরিহ মানুষদের যেন কোন হয়রানি বা গ্রেফতার করা না হয় প্রশাসনকে আমি আহবান জানাবো।
মঙ্গলবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশাল সমাবেশে জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবীতে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ হাবলুল গাজী বেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গণি মেম্বার, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনি মেলান্দহের নেতৃবৃন্দ এবং মাদারগঞ্জের দলীয় নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় মাদারগঞ্জ,মেলান্দহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।