গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার দত্তের সঞ্চালনায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা সিভিল সার্জন ডা.রফিকুজ্জামান,সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকারসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এবারের প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনীতে পশুপাখির উন্নত জাত, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি সেবা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।
উদযাপনকে ঘিরে প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় খামারিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।