
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে পথচারী সহ রিকশা, ভ্যান,অটোচালক ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
তাদের কাছে দোয়া ও ভোট কামনা করেন তিনি। এ সময় কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি তেঘরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বেশ কিছু মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এরপূর্বে তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিলন চৌধুরী অসুস্থ থাকায় তার খোঁজ খবর নেন।
মন্তব্য করুন