তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৩ নভেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই তৃণমূল যোগাযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিনী ফরিদা হক দিপা ইতোমধ্যে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, নারীদের নিয়ে উঠান বৈঠক, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ লিফলেট বিতরণ করছেন। এসব কর্মসূচিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এ দম্পতি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র নিয়মিত গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ। স্থ’ানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ফটিক চাঁন বলেন,‘রুবেল সাহেব শুধু নেতা নন, উনি আমাদের ভাইয়ের মতো। তিনি দুঃসময়ে পাশে থাকেন, এটাই বড় ব্যাপার।

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন সরাসরি জনগণের সংস্পর্শে থাকা রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাদের এমন জনসমপৃক্ততার কারণে রুবেল ভাই ভবিষ্যতের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।’
শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মো. আব্দুর রহিম দুলাল বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র ধারাবাহিক গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এমন উদ্যোগে শেরপুর-৩ আসনে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিনী ফরিদা হক দিপা বলেন,‘আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপি’র ভিশন জানাতে। বিএনপি’র ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে। তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

নাগেশ্বরীতে ছাত্রদল নেতা পরিচয়ে বাঁধ কেটে অবাধে বালু বিক্রি, নিরব প্রশাসন

কথা রাখেনি বিএসএফ, কুড়িগ্রাম সীমান্তে আবারও পতাকা বৈঠক

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত 

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জামালপুরে ভোটের গাড়ী

মাদারগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জে প্যানেল চেয়ারম্যানসহ নাশকতা মামলায় আটক-২ 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের চর ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে

কুড়িগ্রামের ভিতরবন্দে স্ত্রীকে গলা কেটে হত্যা

১০

সাংবাদিক নূরুল হক জঙ্গির ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

মেলান্দহে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর পরিচিতি ও মতবিনিময় সভা

১২

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা 

১৩

উলিপুরে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

১৪

মাদারগঞ্জে ৩ ফসলী কৃষি জমি থেকে চলছে মাটি বিক্রি মহোৎসব  

১৫

কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ

১৬

মাদারগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

১৭

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত, রাজকীয় বিদায় সংবর্ধনা

১৮

আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ, ১৩ জানুয়ারী আখেরি মোনাজাত

১৯

দুবাই পালানোর পথে বিমানবন্দরে নরসিংদী জেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

২০