লালমোহনে ভুয়া বায়না চুক্তি করে জমি দখলের অভিযোগ বর্গাচাষীর বিরুদ্ধে - Channel 11
admin
৫ জুলাই ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে ভুয়া বায়না চুক্তি করে জমি দখলের অভিযোগ বর্গাচাষীর বিরুদ্ধে

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

প্রথমে ছিলেন বর্গা চাষি। এরপর বছর বছর লগ্নি চাষি। জমির মালিক মারা যাওয়ার পর হঠাৎ ভুয়া বায়না চুক্তি দাঁড় করিয়ে জোর করে জমি দখল করে রেখেছেন মোঃ রুহুল আমিন নামের এক বর্গা চাষি।

ভুয়া বায়না চুক্তি ধরা পরার পর জেলও খেটেছেন রুহুল আমিন। জেল থেকে বের হয়ে পুনরায় জমি দখলে রেখেছেন তিনি। মানছেন না আইনকানুন, নিয়ম নীতি এবং সালিশ বিচার। এ যেন রুহুল আমিনের জোর জুলুমের রাজ্য। জমিতে মালিক পক্ষ গেলে তাদেরকে খুন, জখম করা হবে না হয় নিজের লোককে খুন করে জমির মালিকদেরকে ফাঁসানো হবে বলে হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত। ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ড চর ছকিনা এলাকার।

ভুক্তভোগী মোঃ রাশেদ খান অভিযোগ করে বলেন, আমার বাবা মৃত মোঃ ফরিদ উদ্দিন খান গত ২৯/০৪/১৯৯৫ ইং সালে ২৮০১ নং দলিল মূলে চর ছকিনা মৌজার ১০৩৯ নং খতিয়ানে ১.৩২ একর এবং একই মৌজার ১০৫৩ খতিয়ানের ২৮ শতাংশ মোট ১.৬০ একর জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। যার বর্তমান বিএস নং ৩৫৮৩। বাবা জীবিত থাকা অবস্থা থেকে জমির পাশের বাড়ির মোঃ রুহুল আমিন এই জমিটি বর্গা এবং বছর বছর লগ্নি রাখতেন।

২০১৯ সালে আমার বাবা হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর রুহুল আমিনের নিকট জমি লগ্নির টাকা চাইতে গেলে তিনি দেয় দিচ্ছি বলে সময় পার করতে থাকেন। কিছু দিন পর রুহুল আমিন একশ টাকার ৩টি স্ট্যাম্পে আমার বাবার নামে একটি বায়না চুক্তি আমাদেরকে দেখায় এবং বলে বায়না চুক্তির মাধ্যমে তিনি আমাদের জমি ক্রয় করেছেন। তখন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে মীমাংসা চেষ্টা ব্যর্থ হয়ে বায়না চুক্তি বিষয়টি সন্দেহজনক হওয়ায় চুক্তির ফটোকপি নিয়ে আমি লালমোহন সাবরেজিষ্টার অফিসে তল্লাশি করলে তা না পাওয়ায়, ভোলা আদালতে ভুয়া বায়না চুক্তির বিরুদ্ধে মামলা করি।

আদালতে মামলাটি তদন্ত করে এবং খুলনা ফরেনসিক ল্যাবরেটরিতে আমার বাবার আঙ্গুলের ছাপ বায়না চুক্তিতে আঙ্গুলের ছাপ না মেলায় বায়নাচুক্তিটি ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর ভুয়া বায়না চুক্তি করার কারণে মোঃ রুহুল আমিন জেল খাটেন। জেল থেকে তিনি আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিবেন এই অঙ্গীকার করে বের হন। কিন্তু জেল থেকে বের হয়ে তিনি আরো বেপরোয়া হয়ে যান এবং আমাদের জমিতে আমরা গেলে আমাদেরকে খুন জখম করবে। না হয় তিনি তার পরিবারের সদস্যদের জমিতে নিয়ে খুন করে আমাদেরকে ফাঁসাবে বলে হুমকি প্রদান করছেন। আদালতে মামলাটি এখনো চলমান রয়েছে।

ভুয়া বায়নাকারী জুলুমবাজ রুহুল আমিনের জোর জুলুম হতে আমরা বাঁচতে চাই এবং আমাদের জমি আমরা যাতে নিরাপদে ভোগদখল করতে পারি তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

অভিযোগের ব্যাপারে মোঃ রুহুল আমিন জানান, ওই জমি আমার না, তা সত্য। তবে আমি যেহেতু দীর্ঘদিন জমি রক্ষণাবেক্ষণ করেছি, তাই ওই জমির বর্তমান ওয়ারিশদের কাছে থেকে আমি কিনে রাখতে চাই। কারণ তারাও এ জমি বিক্রি করবেন। এছাড়া হত্যার হুমকির অভিযোগটি পুরোপুরি মিথ্যা।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামের নারায়ণপুরে নিজ বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক

খোলা আকাশের নিচে ঘুমানো নাসিরের জন্য ইউএনওর সহায়তা 

উলিপুরে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা

মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক’ ৩ মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ  

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

নাগেশ্বরীতে ছাত্রদল নেতা পরিচয়ে বাঁধ কেটে অবাধে বালু বিক্রি, নিরব প্রশাসন

কথা রাখেনি বিএসএফ, কুড়িগ্রাম সীমান্তে আবারও পতাকা বৈঠক

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত 

১০

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জামালপুরে ভোটের গাড়ী

১১

মাদারগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে প্যানেল চেয়ারম্যানসহ নাশকতা মামলায় আটক-২ 

১৩

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৪

কুড়িগ্রামের চর ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে

১৫

কুড়িগ্রামের ভিতরবন্দে স্ত্রীকে গলা কেটে হত্যা

১৬

সাংবাদিক নূরুল হক জঙ্গির ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

মেলান্দহে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর পরিচিতি ও মতবিনিময় সভা

১৮

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা 

১৯

উলিপুরে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

২০